Home / JOBS NEWS / ৮৫৭ শিক্ষকের সনদ যাচাই হচ্ছে

৮৫৭ শিক্ষকের সনদ যাচাই হচ্ছে

দীর্ঘদিন যাবত কর্মরত এমপিওভুক্ত ৮৫৭ শিক্ষক-কর্মচারীর এসএসসি ও এইচএসসি এবং সমমানের শিক্ষা সনদ যাচাই করবে শিক্ষা অধিদপ্তর। জন্ম তারিখে ভুল রয়েছে, নামের সংশোধন করতে হবে ইত্যাদি বিষয়ে ৮৫৭ জন অধিদপ্তরে আবেদন করেছেন।

এদের মধ্যে মাদ্রাসার ৩৬৪ জন, বেসরকারি স্কুলের ২৮১ ও বেসরকারি কলেজের ২১২ জন।

জন্ম তারিখ পরিবর্তনের সঙ্গে চাকুরির মেয়াদ হ্রাস-বৃদ্ধির বিষয় জড়িত থাকায় সনদ যাচাইয়ের প্রয়োজন। এ লক্ষ্যে ৯টি শিক্ষাবোর্ডে অধিদপ্তরের টিম সরেজমিনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো: মেজবাহ উদ্দিন দৈনিকশিক্ষাকে এ খবর নিশ্চিত করেছেন।

এদিকে জন্ম তারিখ বদলানোর আবেদন জমা দিয়ে ধরা পড়েছে ১৬ জন মাদ্রাসা শিক্ষক। গত আগস্ট মাসে অধিদপ্তরের মাদ্রাসা শাখার কর্মকর্তারা সনদ যাচাই করতে মাদ্রাসা শিক্ষা বোডে গিয়ে দেখতে পান এই ১৬ জনের দাখিল ও আলিমের সনদে হেরফের/গোঁজামিল তথ্য।

জন্ম তারি বদলে দিয়ে চাকুরির মেয়াদ বাড়ানোর ধান্দা করতে গিয়ে ধরা পড়েছেন অনেকেই। মূল সনদ যাচাইয়ে দেখা যায় সনদই ভুয়া। অতপর এমপিওভুক্তিই বাতিল হয়েছ্ কয়েকশ শিক্ষকের।

Check Also

NTRCA Latest Notice Board

NTRCA Latest Notice published. NTRCA Latest Notice Board. Notice related all information found my website. …

Leave a Reply

Your email address will not be published.